শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

সালমানের অন্নদান চ্যালেঞ্জ

করোনাভাইরাস পরিস্থিতিতে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে এবার অন্নদান চ্যালেঞ্জ শুরু করলেন বলিউডের ভাইজান খ্যাত অভিনেতা সালমান খান। করোনার কারণে ভারতে চলছে লকডাউন। এই পরিস্থিতিতে অনেক পরিবারের কাছে পেট ভরানোই এখন বড় চ্যালেঞ্জ। এমন পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য সবাইকে আহ্বান জানালেন বলিউডের জনপ্রিয় এ অভিনেতা।

সালমানের ডাকে সাড়া দিয়ে এরইমধ্যে এগিয়ে এলেন মহারাষ্ট্রের বিধায়ক বাবা সিদ্দিকি এবং তার ছেলে জিসান সিদ্দিকি। ইতোমধ্যেই বাবা সিদ্দিকিরা ১ লাখ ২৫ হাজার পরিবারের পাশে দাঁড়িয়েছেন। নিজের টুইটারে সেই খবর জানান বলিউড ভাইজান। সালমান জানান, শুধু বাবা সিদ্দিকি নন, অন্নদান এই চ্যালেঞ্জে অংশ নিতে পারবেন যে কেউ।

করোনা পরিস্থিতিতে লকডাউনের কারণে পানভেলের বাগান বাড়িতে আটকা পড়েছেন সালমান। তবে সেখান থেকেই অসহায়দের সাহায্য শুরু করেন বলিউডের ভাইজান খ্যাত এই অভিনেতা। পানভেলের অসহায় দরিদ্র পরিবারের তিনবেলার খাবার জোগাড় করছেন তিনি। এছাড়া মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রির একাধিক কর্মীর অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে চুপচাপ সাহায্য করে যাচ্ছেন বলিউড ভাইজান।

আনন্দবাজার/ টি এস পি

আরও পড়ুনঃ  অনন্ত-বর্ষার ছবিতে চুক্তিবদ্ধ হলেন হিরো আলম

সংবাদটি শেয়ার করুন