করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় দেশের সর্ববৃহৎ অস্থায়ী হাসপাতাল সেবা দানের জন্য প্রস্তুত হয়ে গেছে। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) স্থাপিত হাসপাতালটি এখন স্বাস্থ্য অধিদপ্তরকে বুঝিয়ে দেয়ার অপেক্ষায় রয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন আইসিসিবি’র প্রধান পরিচালন কর্মকর্তা এম এম জসীম উদ্দিন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বসুন্ধরার এই হাসপাতালটি পরিদর্শনে এসেছিলেন স্বাস্থ্যসচিব মো. আসাদুল ইসলাম এবং স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী বিগ্রেডিয়ার জেনারেল মো. ওসমান সরোয়ার।
স্বাস্থ্যসচিব বলেন, দুর্যোগ পরিস্থিতিতে বিশাল সুযোগ-সুবিধা দিয়ে এগিয়ে এসে এই সার্পোট দেওয়ার জন্য বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ। এখানে অনেক রোগীকে চিকিৎসা দেওয়া যাবে। দ্রুততম সময়ে শেষ করার জন্য স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর দিনরাত কাজ করে যাচ্ছে। আমাদের প্রস্তুতি প্রায় শেষ। এখানে, অন্যান্য সুবিধা ও অক্সিজেনের ব্যবস্থা করা হয়েছে। আমরা আশা করছি এই মাসের শেষেই এখানে চিকিৎসা সেবা শুরু করতে পারবো।
তিনি আরও বলেন, চিকিৎসক এবং নার্সদের যাতে কোনো ধরনের ঝুঁকি না থাকে সেই বিষয়টি মাথায় নিয়েই এখানে চিকিৎসা কার্যক্রমের পরিকল্পনা করা হয়েছে। আমরা সর্বোচ্চ সর্তকতা অবলম্বন করছি। এখানে প্রাথমিক পরিচর্যা কেন্দ্রের মত করেছি। এখানে ২০১৩টি বেড নিয়ে অনেক সুবিধা থাকছে। এটি আমাদের একটি বড় সেন্টার।
বিগ্রেডিয়ার জেনারেল মো. ওসমান সরোয়ার বলেন, ৯০ শতাংশ কাজ শেষ হয়েছে। এখন ফিনিশিংয়ের কাজ চলছে। আশা করছি বাকি ১০ শতাংশ কাজ ৩০ এপ্রিলের মধ্যে শেষ হবে।
আনন্দবাজার/ডব্লিউ এস