ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রশাসনের তৎপরতার পরেও থামছে না জনগণ

করোনা সংক্রমণরোধে নিরলসভাবে কাজ করছে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রুহুল আমিন ও প্রশাসন। জনগণের জানমাল রক্ষার্তে তিনি দিন রাত কঠোর পরিশ্রম করার পরেও জনগণের নেই কোনো পরিবর্তন।

একদিকে করোনার প্রাদুর্ভাব অন্যদিকে কালবৈশাখী ঝড়। কিন্তু কোনোটাই তাদের কাছে গুরুত্বের বিষয় না। গত ২০ এপ্রিল থেকে হাটহাজারী উপজেলাকে লকডাউন ঘোষণা করা হয়। উপজেলা প্রশাসনও প্রতিদিন মনিটরিং করে যাচ্ছে তারপরেও জনমনে নেই কোনো ভয় বা সচেতনতা।

ছবিটি উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড থেকে তোলা। লকডাউন চলছে কিন্তু তারা অচেতন। প্রতিনিয়তই জমছে ফুটবল খেলার আসর। শুরু হয়েছে কালবৈশাখী ঝড়। তবে তারা কাউকে তোয়াক্কার করার সময় নেই, শুনে না কারো বারন।

জানা যায়, তারা কোনো বিধিনিষেধ মানতে রাজি নন। সামাজিক বা শারীরিক দূরত্ব তো মানছেই না। খেলা বন্ধ রাখতে বলা হলে দুই দিন তা চলমান থাকে। এরপর আবার সে আগের মত।

উপজেলা প্রশাসন থেকে জানা যায়, লকডাউন না মানা ব্যক্তি বা প্রতিষ্ঠানের তালিকা করা হচ্ছে। শীগ্রই বব্যস্থা নেওয়া হবে।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন