ঢাকা | রবিবার
১০ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

সাকিবের ব্যাট বিক্রি হলো ২০ লাখ টাকায়

মহামারি করোনা ভাইরাসে আক্রান্তদের পাশে দাঁড়াতে গত বিশ্বকাপ খেলা নিজের প্রিয় ব্যাটটি নিলামে বিক্রি করে দিয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব-আল-হাসান। সম্প্রতি ২০ লাখ টাকায় বিক্রি হয়েছে ব্যাটটি। দেশের ক্রিকেট ইতিহাসে এটিই প্রথম নিলামে এতো দামে ব্যাট বিক্রি হলো।

বুধবার (এপ্রিল ২২) রাতে ফেসবুকে ‘অকশন ফর অ্যাকশন’ নামে এ পেজে নিলামে ব্যাটটি বিক্রি করা হয়।

এদিকে, বুধবার বিকেলে ৫টা থেকে শুরু হয় নিলাম। সর্বনিম্ন দাম ধরা হয় ৫ লাখ টাকা। রাত ১১টায় নিলাম শেষ হওয়ার কথা থাকলেও সাকিবের অনুমতি নিয়ে পরে তা আরো ১৫ মিনিট বাড়িয়ে ১১টা ১৫ মিনিটে শেষ হয় নিলাম। অকশন ফর অ্যাকশনের ফেসবুক পেজে লাইভের মাধ্যমে নিলাম শেষ হয়। যুক্তরাষ্ট্রের নিউ জার্সি থেকে রাজ নামের এক বাংলাদেশি ব্যাটটি কিনে নেন।

এর আগে সাকিব আল হাসান নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে খবরটি নিশ্চিত করেন। যেখানে গেলবছর ইংল্যান্ডে অনুষ্ঠিত গত ওয়ানডে বিশ্বকাপে বাঁহাতি এই ব্যাটসম্যান দু’টি সেঞ্চুরিসহ রেকর্ড ৬০৬ রান করেছিলেন।

সম্প্রতি, একটি ভিডিও পোস্ট করে সাকিব ক্যাপশনে লিখেন, এটা আমার খুবই প্রিয় একটা ব্যাট… তবে দেশের মানুষগুলো নিঃসন্দেহে আমার কাছে এর থেকেও বেশি প্রিয়।

আর এই কারণেই আমার এ ব্যাটটি এই পেইজে নিলামে তুলছি যেটা দিয়ে আমি প্রায় ১৫০০ রান তুলেছি। পাশাপাশি আপনাদের দোয়ায় এ ব্যাট দিয়েই পুরো ওয়ার্ল্ডকাপের ম্যাচগুলো খেলেছি। বুধবার রাত ১০ টায় আমি এই পেইজ থেকে লাইভে আসব এবং আশা করি আপনাদের কেউ এই ব্যাটটি একটা ভালো মূল্য দিয়ে কিনে নিয়ে আমাদের সবাইকে সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়ানোর সুযোগ করে দেবেন। দেখা হবে বুধবার রাত ১০ টায়।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন