যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের তিনটি অঙ্গরাজ্য তাদের অর্থনীতির কিছু অংশ পুনরায় চালু করার সিদ্ধান্ত নিচ্ছে। যদিও বিধিনিষেধ শিথিল করার বিপরীতে যথেষ্ট পরিমাণে করোনা শনাক্তের পরীক্ষা হচ্ছে কি না, তা নিয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞ ও সরকারি নেতাদের মধ্যে তর্কবিতর্ক চলছে। সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে আজ (২১ এপ্রিল) এ তথ্য জানানো হয়েছে।
এরই মধ্যে দুই সপ্তাহ বন্ধের পর গতকাল (২০ এপ্রিল) কিছু দোকানপাট খোলার অনুমতি দিয়েছেন সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের গভর্নর হেনরি ম্যাকমাস্টার। সে ক্ষেত্রে আসবাবপত্র, বই, সংগীতের সামগ্রী, ফুল, পোশাক ও আনুষাঙ্গিক বিক্রয়কেন্দ্রের পাশাপাশি ডিপার্টমেন্ট স্টোর, ক্রীড়া সামগ্রীর স্টোরগুলো খোলা হয়েছে।
আরেকদিকে, জর্জিয়া অঙ্গরাজ্যে আগামী শুক্রবারের প্রথম দিকে কিছু ব্যবসা প্রতিষ্ঠান পুনরায় চালু করার অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন সেখানকার গভর্নর ব্রায়ান কেম্প।
টেনেসি অঙ্গরাজ্যের গভর্নর বিল লি জানিয়েছেন, এ অঙ্গরাজ্যে ‘স্টে অ্যাট হোম’—এর নির্দেশ আগামী ৩০ এপ্রিল শেষ হবে।
যদিও কেন্দ্রীয় সরকারের নির্দেশিকায় বলা হয়েছে, বিধিনিষেধ শিথিল করার আগে ১৪ দিন ধরে আক্রান্তের সংখ্যায় হ্রাসের ধারাবাহিকতা থাকতে হবে। তার পাশাপাশি এও বলা হয়, এ নির্দেশনা বাধ্যতামূলক নয়।
আনন্দবাজার/তা.তা