ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

২৪০ বছর পর ইংল্যান্ডের আকাশে হোয়াইট–টেলড ইগল

ইংল্যান্ড, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলসে ইগল বিলুপ্তপ্রায় হয়ে গেছে অনেক আগেই। তবে আশার বাণী নিয়ে গবেষকরা জানিয়েছেন, সদর্পে ফিরে আসছে ইগলের দল। এটা অবশ্য সাধারণত হয়নি। এর জন্য নেওয়া হয় বিশেষ প্রকল্প, যা আশার আলো দেখাচ্ছে।

আয়ারল্যান্ডের গ্লেনভেগ ন্যাশনাল পার্কে ২০০১ সাল পর্যন্ত গোল্ডেন ইগল প্রজাতির কোনো পাখি উড়তে দেখা যায়নি। পরে গোল্ডেন ইগল ট্রাস্টের সহায়তায় স্কটল্যান্ড থেকে এই প্রজাতির ইগল সংগ্রহ করে এখানকার আকাশে অবমুক্ত করা হয়। এখন তারা সংখ্যায় অনেক হয়েছে। এবার এই অভিজ্ঞতা কাজে লাগানো হলো ইংল্যান্ডে। আর সেই কারণেই ২৪০ বছরের মধ্যে প্রথমবারের মতো ইংল্যান্ডের নর্থ ইয়র্ক মুরসের আকাশে উড়তে দেখা গেছে বিলুপ্তপ্রায় একটি হোয়াইট–টেলড ইগলকে।

গুড নিউজ নেটওয়ার্কের খবরে জানানো হয়েছে, ইংল্যান্ডে হোয়াইট–টেলড ইগল এখন বিলুপ্তপ্রায় পাখিতে পরিণত হয়েছে। তাই দেশটিতে এই প্রজাতির ইগলের সংখ্যা বাড়াতে নেওয়া হয় ৫ বছরের একটি প্রকল্প। কাজটি করেছে রয় ডেনিস ওয়াইল্ডলাইফ ফাউন্ডেশন ও ফরেস্ট্রি ইংল্যান্ড। আয়ারল্যান্ড যেখান থেকে ইগলটি এনেছিল, এই প্রকল্পের আওতায় সেই স্কটল্যান্ড থেকেই এই প্রজাতির ইগল সংগ্রহ করা হয়। তাদেরকে ছেড়ে দেওয়া হয় দেশটির দক্ষিণ উপকূলীয় আইল অব ওয়াইসের বন্য এলাকার দিকে।

এছাড়া হোয়াইট–টেলড ইগল যেন অন্য কোথাও চলে না যায়, সে জন্য কাজ করেছেন একদল বিশেষজ্ঞ ও নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবী। পাখিগুলো যেন সুন্দর আর সুস্বাস্থ্যের অধিকারী হয়ে বড় হতে পারে সেজন্য পর্যাপ্ত খাবার দেওয়া হয়েছে। উল্লেখ্য, তারা যেন এই অঞ্চলকেই তাদের বাড়ি মনে করে, সে জন্যই সমস্ত আয়োজন।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন