বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

টিসিবির পণ্য কালোবাজারি ঠেকাতে বাণিজ্য মন্ত্রণালয়ের কঠোর অবস্থান

কালোবাজারে টিসিবির পণ্য বিক্রি ঠেকাতে রাজধানীতে ৬টি টিম গঠনসহ সারা দেশে তদারকি জোরদার করেছে বাণিজ্য মন্ত্রণালয়। কেউ অনিয়ম করলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন বাণিজ্য সচিব মো. জাফর উদ্দিন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, সাধারণ মানুষের ক্রয় অধিকার নিশ্চিত করতে কোনো অনিয়ম মেনে নেওয়া হবে না।

বাজারের তুলনায় কিছুটা সাশ্রয়ী দামে নিত্যপণ্যের বিক্রির কার্যক্রম চালাচ্ছে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ-টিসিবি। গত সোমবার (১৩ এপ্রিল) থেকে ট্রাক সেলের আওতা বৃদ্ধি করেছে সংস্থাটি।

সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রি কিছুটা স্বস্তি দিয়েছে স্বল্প আয়ের মানুষদের। তবে এরইমধ্যে দু-একটি অনিয়মের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার (১৪ এপ্রিল) রংপুরে এক ব্যবসায়ীর বাসার খাটের নিচ থেকে উদ্ধার করা হয় অবৈধভাবে মজুত করা টিসিবির ১ হাজার ২শ ৩৮ লিটার সয়াবিন তেল।

এদিকে গত বুধবারেও গোপালগ‌ঞ্জের মুকসুদপুরে ১৯৬ লিটার ও নড়াইলে ৪৭ লিটার অবৈধভাবে মজুত করা টিসিবির সয়া‌বিন তেল জব্দ হয়।

তবে কালোবাজারে টিসিবির পণ্য বিক্রি ঠেকাতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন বাণিজ্য সচিব। পাশাপাশি নজরদারি বাড়ানোর কথাও বলেন তিনি।

সারা দেশের আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে প্রায় ৪০০ জায়গায় চলছে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম।

আনন্দবাজার/তা.তা

আরও পড়ুনঃ  করোনাভাইরাস : পণ্য সংকটে ব্রিটেন

সংবাদটি শেয়ার করুন