শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

মালদ্বীপকে খাদ্য-চিকিৎসা সরঞ্জাম দিলেন প্রধানমন্ত্রী

বিশ্বজুড়ে মহামারি করোনাভাইরাসের পরিস্থিতি মোকাবিলার অংশ হিসেবে প্রতিবেশী দেশ মালদ্বীপের প্রতি বন্ধুত্বপূর্ণ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ। সম্প্রতি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বন্ধুত্বের নিদর্শন স্বরূপ দেশটিতে পাঠানো হচ্ছে প্রয়োজনীয় জরুরি ওষুধ, চিকিৎসা ও নিরাপত্তা সামগ্রী পিপিই, মাস্ক, গ্লাভস, জীবাণুনাশক হ্যান্ড স্যানিটাইজার ইত্যাদি।

এরই মাঝে এ সব সহায়তা পণ্য পৌঁছে দিতে মালদ্বীপের উদ্দেশ্যে যাত্রা শুরু করে নৌবাহিনী জাহাজ ‘সমুদ্র অভিযান’। আজ বুধবার (১৫ এপ্রিল) দুপুরে জাহাজটি এসব সামগ্রী নিয়ে মালদ্বীপের রাজধানী মালের উদ্দেশে রওনা করে। বুধাবার নৌবাহিনীর পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপহার সামগ্রীর মধ্যে রয়েছে ২০ হাজার পিস পিপিই সেট, ৫ হাজার হ্যান্ড স্যানিটাইজার, ৯৬০ পিস নিরাপত্তা চশমা ও ৪০ কার্টুন জরুরি ওষুধ। পাশাপাশি আরো রয়েছে প্রায় ৮৫ টন খাদ্য সামগ্রীও।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করে জানানো হয়, জাহাজটি আগামী ২০ এপ্রিল মালদ্বীপে পৌঁছাবে। জরুরি এসব সহায়তা শেষে জাহাজটি আগামী ৩০ এপ্রিল দেশে ফিরবে।

আনন্দবাজার/শাহী

আরও পড়ুনঃ  টাইগারদের জয়ে অখুশি ভারতের সংবাদ মাধ্যম

সংবাদটি শেয়ার করুন