শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ব্রাজিলে করোনায় মৃতের সংখ্যা ছাড়ালো এক হাজার

মরণঘাতী করোনায় বিপর্যস্ত হয়ে পড়েছে পুরো পৃথিবী। ভাইরাসটি নানা দেশে মারাত্বক আকার ধারণ করে ধীরে ধীরে হয়ে উঠছে আরো শক্তিশালী। এবার করোনা মারাত্বক আকার ধারন করেছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ছাড়িয়েছে এক হাজার।

ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরার খবরে বলা হয়েছে, কোভিড-১৯ এ ব্রাজিলে এক হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। ল্যাটিন আমেরিকার দেশগুলোর মধ্যে বেশ কড়াভাবে আক্রান্ত হয়েছে ব্রাজিল।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শুক্রবার পর্যন্ত ব্রাজিলে মোট ১৯ হাজার ৬৩৮ জন আক্রান্ত হয়েছে করোনাভাইরাসে। আর এতে আক্রান্ত হয়ে দেশটিতে মৃত্যুবরণ করেছে ১ হাজার ৫৬ জন মানুষ।

উল্লেখ্য, পুরো পৃথিবীতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১৭ লাখ, আর এতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩ হাজারের বেশি। এছাড়া করোনায় আক্রান্ত ৩ লাখ ৮৮ হাজারের বেশি মানুষ সুস্থ হয়ে উঠেছেন।

আনন্দবাজার/ডব্লিউ এস

আরও পড়ুনঃ  চীনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৪২৭

সংবাদটি শেয়ার করুন