বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধ্যাপক শহীদুল্লাহ শিকদার এর পর এবার তার মেয়েও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে ভাইরাসের নমুনা পরীক্ষায় অধ্যাপকের স্ত্রীর শরীরে কোভিড-১৯ নেগেটিভ এসেছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিএসএমএমইউ উপচার্য কণক কান্তি বড়ুয়া বিষয়টি নিশ্চিত করে জানান, নভেল করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করে অধ্যাপকের শরীরে কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, অধ্যাপকের শরীরে কোভিড-১৯ পজিটিভ আসার পরে তার স্ত্রী ও মেয়ের করোনাভাইরাস পরীক্ষা করা হয়। পরীক্ষায় অধ্যাপকের মেয়ের কোভিড-১৯ পজিটিভ আসলেও স্ত্রীর নেগেটিভ এসেছে।
বিএসএমএমইউ উপাচার্য জানান, অধ্যাপকের সংস্পর্শে আসা সকলকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বিভাগের সমস্ত স্থানে জীবানুনাশক ছিটানো হয়েছে।
জানা যায় শহীদুল্লাহ শিকদার একটি গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্বে থাকায় প্রতিদিনই ক্যাম্পাসে আসতেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) তিনি ক্যাম্পাসেই ছিলেন।
উল্লেখ্য, কোভিড-১৯ পজিটিভ আসার আগে তিনি সহকর্মীদের মাঝে মাস্ক বিতরণ করেছিলেন।
আনন্দবাজার/শাহী