ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

জ্বর নিয়ে শ্বশুর বাড়িতে জামাই, বাড়ি ছেড়ে পালালেন শাশুড়ি

নারায়ণগঞ্জ থেকে শরীরে জ্বর নিয়ে গোলাম আজম (৩৮) নামের এক ব্যক্তি দিনাজপুরের বিরামপুরে তার শ্বশুর বাড়িতে যায়। ফলে ওই ব্যক্তির শাশুড়িসহ বাড়ির ৫ সদস্য বাড়ি ছেড়ে পালিয়েছে।

পরবর্তীতে করোনা সন্দেহে গোলাম আজমসহ ৫ জনের নমুনা সংগ্রহ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এবং সেই বাড়িসহ আশাপাশের চারটি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে।

জানা যায়, গতকাল রাতে জ্বর নিয়ে শশুরবাড়িতে আসেন মেয়ে জামাই গোলাম আজম। মেয়ের জামাই আসার খবর পেয়ে বুধবার সকালেই ওই বাড়ি ছেড়ে পালিয়ে যায় শাশুড়িসহ বাড়ির ৫ সদস্য।

বিরামপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সোলায়মান হোসেন বলেন, শরীরে জ্বর, সর্দি ও গলাব্যথা, নিয়ে গোলাম আজম মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জ থেকে বিরামপুরে তার শশুর বাড়িতে আসেন। পরে এলাকাবাসীর দেয়া তথ্যের ভিত্তিতে ওই ব্যক্তির শশুর মোজাহার আলীর বাড়ি থেকে করোনা সন্দেহে তার শরীরের নমুনাসংগ্রহ করা হয়েছে।
তিনি আরও বলেন, উপজেলার আরও কয়েকটি স্থান থেকে করোনা সন্দেহে চারজনের নমুনা সংগ্রহ করা হয়েছে। সেই সাথে ওই পাঁচজন ব্যক্তির বাড়ির লোকজনকে হোম কোয়ারেন্টিনে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। নমুনাগুলো পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আনন্দবাজার/ টি এস পি

সংবাদটি শেয়ার করুন