অগ্রণী ব্যাংকের প্রধান শাখার একজন কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার করোনা পজেটিভ পাওয়ার পর শাখাটি লকডাউন করা হয়েছে। অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামস-উল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
শামস-উল ইসলাম বলেন, বুধবার সকাল সাড়ে ১১টায় একজন সিনিয়র অফিসার করোনা আক্রান্ত হওয়ার রিপোর্ট পাওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশ ব্যাংকে অবহিত করে শাখাটি লকডাউন করা হয়েছে। ব্যাংকের পক্ষ থেকে সার্বক্ষণিক তার খোঁজ খবর রাখা হচ্ছে।
সাধারণ ছুটির কারণে অধিকাংশ সেবা প্রতিষ্ঠান বন্ধ। তবে খোলা আছে ব্যাংক। এক্ষেত্রে ঝুঁকিতে আছেন অফিস কর্মকর্তা-কর্মচারীরা। ফলে অনেকেই দাবি করছে সপ্তাহে মাত্র একদিন ব্যাংক খোল রাখার।
আনন্দবাজার/ টি এস পি