রবিবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ঈদ পর্যন্ত বন্ধ হচ্ছে সব শিক্ষাপ্রতিষ্ঠান

করোনা কারণে ফের বেড়েছে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি। এবার ছুটি বৃদ্ধি পেয়ে ঠেকেছে রমজানের ঈদের পর পর্যন্ত । আজ মঙ্গলবার শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. আকরাম-আল-হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান রমজান মাসের শুরুর আগের দিন পর্যন্ত  ছুটি ঘোষণা করা হবে। এর সঙ্গে যুক্ত হবে পবিত্র রমজানের ছুটি। অর্থাৎ সব মিলিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে ঈদের ছুটি পর্যন্ত ।

জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম-আল-হোসেন জানান, ‘আমি মাধ্যমিক ও উচ্চশিক্ষা সচিবের সঙ্গে কথা বলেছি। তারা মন্ত্রীর সঙ্গে কথা বলবেন। তারা সিদ্ধান্ত নিলে একই সিদ্ধান্ত আমরা নেবো।’

বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণের কারণে দেশে সাধারণ ছুটি রয়েছে ১৪ এপ্রিল পর্যন্ত। এই সময় পর্যন্ত সরকারি অফিস-আদালতের পাশাপাশি সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

আনন্দবাজার/শহক

আরও পড়ুনঃ  বিজয়ী জাতি কেন মাথা নিচু করে চলবে : প্রধানমন্ত্রী

সংবাদটি শেয়ার করুন