ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আটকের ভয়ে আসামি বললেন ‘আমি করোনা রোগী’

গ্রেফতার এড়াতে অভিনব পন্থা বেছে নিলেন এক আসামি। পাবনার চাটমোহরে সোলায়মান হোসেন নামের দুই মামলার ঐ আসামিকে পুলিশ গ্রেফতার করতে যায়। এসময় নিজেকে করোনা রোগী বলে দাবি করে বসে সেই আসামি। গত রবিবার রাতে পৌর শহরের বালুচর এলাকায় এ ঘটনা ঘটে।

করোনাভাইরাস বর্তমানে একটি আতঙ্কের নাম। সেটিকে কাজে লাগিয়েই পার পেতে চেয়েছিলেন আসামি সোলায়মান। এদিকে পুলিশ তার দায়িত্বে বরাবরের মতই অবিচল। করোনাভাইরাসের মত বিপদজনক রোগের শঙ্কা মাথায় নিয়েও শেষমেষ তারা আসামিকে গ্রেফতার করে।

এলাকাবাসী জানায়, দুটি মামলায় ওয়ারেন্টভূক্ত আসামি সোলায়মান দীর্ঘদিন পলাতক থাকার পরে নিজ বাড়িতে গত কয়েকদিন ধরে অবস্থান করছে। বিষয়টি জানতে পেরে রবিবার রাতে তাকে গ্রেফতার করতে পুলিশ তার বাড়িতে অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সে বাড়ির ভেতর থেকে নিজেকে করোনা রোগী দাবি করে তাদের চলে যেতে বলেন। এরপর পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

ঘটনার বিষয়ে চাটমোহর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ নাসীর উদ্দিন বলেন, দুটি মামলার ওয়ারেন্টভূক্ত আসামি সোলায়মান একজন বিখ্যাত প্রতারক। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ তার নিজ বাড়ি থেকে আটকের সময় সে পুলিশের সাথে দূর্ব্যবহার করেন এবং নিজেকে করোনা রোগী বলে দাবী করেন।পরে তাকে ফ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন