সোমবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় লিবিয়ার সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে লিবিয়ার বিদ্রোহী সরকারের সাবেক প্রধান মাহমুদ জিবরিল মিসরের রাজধানী কায়রোর এক হাসাপতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গত দুই সপ্তাহ যাবত তিনি ওই হাসপাতালে ভর্তি ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।

২০১১ সালে লিবিয়ার দীর্ঘদিনের স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফিকে ক্ষমতা থেকে উৎখাত করেছিল মাহমুদ জিবরিলের বিদ্রোহী সরকার। এরপর ২০১২ সালে তারই গঠন করা ন্যাশনাল ফোর্সেস অ্যালায়েন্সর সেক্রেটারি খালেদ-আল মিরিমি রবিবার (৫ এপ্রিল) জিবরিলের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন।

আনন্দবাজার/তা.তা

আরও পড়ুনঃ  বন্ধ রয়েছে হিলি স্থলবন্দরের আমদানি-রফতানি

সংবাদটি শেয়ার করুন