ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মালয়েশিয়ান উপকূলে আড়াইশ রোহিঙ্গাসহ নৌকা আটক

মালয়েশিয়ার ২৫০ জনেরও বেশি রোহিঙ্গা বহনকারী একটি ফিশিং বোট উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে দেশটির লঙ্কাউই উপকূল থেকে তাদেরকে উদ্ধার করে আটক করেছে দেশটির পুলিশ।

মালয়েশিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, এই মুহূর্তে সবাই যখন করোনাভাইরাস নিয়ে উদ্বিগ্ন ঠিক তখনই মানবপাচারকারীরা সুযোগ নিচ্ছে নানা অবৈধ উপায়ে উদ্দেশ্য হাসিল করার। মালয়েশিয়ায় এখন কোভিড-১৯ সংক্রমণ ঠেকাতে লকডাউন চলছে। আটক রোহিঙ্গাদের উপকূলের রিৎজ কার্লটন হোটেলে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

বার্তা সংস্থা স্টার ডটকম জানায়, ওই নৌকায় ২৫০ জনের মতো ছিল। যার মধ্যে ১৫২ জন পুরুষ, অন্যরা নারী ও শিশু। এলাকাবাসী ভোর পাঁচটার দিকে কাঠের একটি ফিশিং বোট দেখতে পায়। একজন গ্রামবাসী বিষয়টি জানালে পুলিশ ব্যবস্থা নেয়।

কক্সবাজারের উখিয়ার ক্যাম্প থেকে রোহিঙ্গারা জানিয়েছেন, মার্চের ৩-৪ তারিখ বাংলাদেশ ও মিয়ানমার সমুদ্র থেকে বড় আকারের দুটি ফিশিং বোট মালয়েশিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। জাহাজ দুটি ২৭ মার্চ থাইল্যান্ডের মেরিনার্স বর্ডারে ঢুকার চেষ্টা করে ব্যর্থ হয়। পরদিন জাহাজ দুটো মালয়েশিয়া উপকূলে ভিড়তে চেষ্টা করে। শেষে আড়াই শতাধিক রোহিঙ্গা বহনকারী একটি বোট মালয়েশিয়ার লঙ্কাউই দ্বীপ উপকূলে ভিড়াতে সক্ষম হলেও অন্য একটি বোটের কোন খবর পাওয়া যায়নি।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন