ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সিলেটের প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত

সিলেটে একজনের করোনা ভাইরাস ধড়া পড়েছে। রবিবার সন্ধ্যায় আইইডিসিআর থেকে ওই ব্যক্তির করোনা ভাইরাস পজেটিভ রিপোর্ট পাওয়া গেছে। এই তথ্য নিশ্চিত করেছে সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল।

এই প্রথম সিলেটে কেও করোনায় আক্রান্ত হলো। নগরীর হাউজিং এস্টেট এলাকায় ওই রোগীর বাড়ি। জানা গেছে আক্রান্ত ব্যক্তি একজন চিকিৎসক। তিনি নিজ বাসাতেই আছেন। তার বাড়ি লকডাউন করার প্রক্রিয়া চলছে এমনটা জানিয়েছে সিভিল সার্জন।

সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল জানান, কিছুদিন ধরেই জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি। তার রক্তের নমুনা আমরা ঢাকায় পাঠানো হয় শনিবার। আজ বিকালে রিপোর্ট পজেটিভ আসে তার।

নতুন যে ১৮ জন শনাক্ত হওয়ার কথা জানানো হয়েছে সিলেটের এই রোগী সেই হিসাবের বাইরে এমনটাও জানান তিনি।

আনন্দবাজার/এস.কে

সংবাদটি শেয়ার করুন