শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বাইরে করোনা, ঘরে মশার কামড়

ঘরের বাইরে করোনার আতঙ্ক, ঘরের ভিতরে মশার কামড়। এমন চিত্র হয়ে উঠেছে রাজধানীসহ বন্দর নগরী চট্টগ্রামেও। তবে দায়িত্বহীনতা ও ড্রেনের পানি চলাচল বন্ধ থাকায় মশা বেড়েছে বলে অনেকই এমনটাই মনে করছেন।

এদিকে গত বছরের থেকে এবার নগরীগুলোতে মশা ও ডেঙ্গুর প্রাদুর্ভাব কম রাখার চেষ্টা সিটি মেয়রদের।

নালার পানি জমে থাকায় মশার উৎপত্তিস্থলে পরিণত হয়েছে পুরো রাজধানী। মশার জ্বালায় অতিষ্ঠ ঢাকাবাসী। শুধু রাজধানীতেই নয়, চট্টগ্রাম নগরীর বেশিরভাগ এলাকার এখন একই চিত্র। বিভিন্ন নালা-নর্দমায় কিলবিল করছে মশার লার্ভা এবং পূর্ণাঙ্গ মশা। পানি চলাচল করতে না পারায় প্রতিটি খাল মশার প্রজনন স্থানে পরিণত হয়েছে। আর মশার উৎপাতে বিপাকে সাধারণ মানুষ।

একজন বলেন, একদিকে করোনা আতঙ্কে বাইরে যেতে পারি না অন্যদিকে ঘরে মশার ভয়াবহ অবস্থা। কীভাবে  বাঁচব সেটাই বুঝতে পারছি না। আরেকজন বলেন, সরকার বলছে বাসায় থাকতে কিন্তু মশার কারণে বাসায় থাকতে পারছি না। বাইরে করোনা, ঘরে মশা আতঙ্ক।

মশক নিধনে এডালটিসাইড এবং লার্ভিসাইড নামে ছিটানো হয় দুই ধরনের ওষুধ। করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাওয়ার পর ফগার মেশিনের মাধ্যমে এডালটিসাইড ছিটানো বন্ধ রেখেছে  সিটি মেয়ররা।

২০১৯-২০ অর্থবছরের বাজেটে মশক নিধনে ওষুধ ও কাঁচামাল বাবদ বরাদ্দ রাখা হয়েছে ছয় কোটি টাকা।

আনন্দবাজার/রনি

আরও পড়ুনঃ  বিদ্যুৎ ও গ্যাস বিলের বিলম্ব ফি মওকুফ

সংবাদটি শেয়ার করুন