শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় আক্রান্ত ইনডিপেনডেন্ট টেলিভিশনের এক কর্মী

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ইনডিপেনডেন্ট টেলিভিশনের এক কর্মী। ইনডিপেনডেন্ট টেলিভিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বর্তমানে তিনি কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ইনডিপেনডেন্ট টেলিভিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৬ মার্চ ওই কর্মী জ্বর ও ঠাণ্ডা কাশিতে আক্রান্ত হওয়ায় তাকে ছুটি দেয়া হয়। পরে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরীক্ষার পর করোনা পজেভিট আসে। ওই ব্যক্তির সংস্পর্শে আসা ৪৭ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২৬ মার্চ ওই কর্মীকে ‍ছুটিতে পাঠানোর পর আর কারো শরীরে এমন উপসর্গ দেখা যায়নি। করোনা আক্রান্ত ওই কর্মী সুস্থ আছে। তার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করা হচ্ছে।

আনন্দবাজার/ টি এস পি

আরও পড়ুনঃ  বাংলাদেশের বন্যা নিয়ে তামাশা, ভারতের জি মিডিয়ার ওয়েবসাইট হ্যাক

সংবাদটি শেয়ার করুন