ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বজ্রসহ বৃষ্টি হতে পারে আরও ৩দিন

সরকারি নির্দেশনায় সারাদেশের মানুষ রয়েছে হোম কোয়ারেন্টাইনে। চৈত্রের খর রোদ্দুরের গরমে ঘরে থাকা মানুষ হাসফাঁস করছেন। তার মধ্যেই আজ বিকেলে বৃষ্টি হওয়ায় স্বস্তি ফিরেছে রাজধানী ঢাকাতে।

অফিস জানায়, আরও তিন দিন দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তাছাড়া সারাদেশের আকাশে মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক হতে পারে।

আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান বলেন, রাজশাহী ফেনী, রাঙামাটি, সীতাকুণ্ড ও পাবনা অঞ্চলসহ ঢাকা, খুলনা এবং বরিশাল বিভাগে যে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তাও অব্যাহত থাকতে পারে।

তিনি আরও বলেন, সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে।

০১ এপ্রিল দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল মোংলা এবং চুয়াডাঙ্গায় ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আজ ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আনন্দবাজার/এস.কে

সংবাদটি শেয়ার করুন