ঢাকা | শুক্রবার
১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

করোনাভাইরাস মোকাবেলায় সরকার ঘোষিত সাধারণ ছুটিতে কোয়ারেন্টাইন নিশ্চিত করতে রাজধানীতে আরো কঠোর অবস্থান নিয়েছে পুলিশ ও সেনাবাহিনী। বৃহস্পতিবার সকাল থেকেই অবাধ চলাফেরা বন্ধ করতে টহল জোরদার করা হয়েছে।

মানুষের চলাফেরা সীমিত করতে রাজধানীর বেশিরভাগ সড়কেই বসানো হয়েছে চেকপোস্ট। বৃহস্পতিবার সকাল থেকেই বিভিন্ন এলাকার বিভিন্ন সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বাসা থেকে বের হওয়া প্রত্যেককেই বাইরে বের হওয়ার কারণ দর্শাতে হচ্ছিল। জরুরি প্রয়োজন ছাড়া বের হয়ে আইনভঙ্গের কারণে আর্থিক জরিমানা করা হয়েছে অনেককেই।

এদিন নিয়ম কানুন বুঝিয়ে অনেককে বাসায় ফেরতও পাঠিয়েছে পুলিশ। পুলিশ জানিয়েছে, গত কয়েকদিন জরুরি সেবার বাইরেও অনেক দোকান খোলা থাকতে দেখা গেছে। এছাড়াও বিভিন্ন অলিগলিতে চলেছে আড্ডা।

যেকারণে উদ্ভুত এই পরিস্থিতিতে হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে কঠোর অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলাবাহিনী। নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে ত্রাণ বিতরণে সহযোগিতা করবে বলে জানিয়েছে পুলিশ।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন