সম্প্রতি আর্থিকভাবে সচ্ছল এমন ১০০ তারকার তালিকা তৈরি করেছে ছোট পর্দার শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘ। করোনাভাইরাস প্রতিরোধে শুটিং বন্ধ থাকায় অনেকেই এখন পরিবার নিয়ে জীবন চালাতে হিমশিম খাচ্ছেন। নাটকের সাথে যুক্ত এসব অসচ্ছল শিল্পী ও কলাকুশলীদের পাশে দাঁড়াতে এগিয়ে আসছে সংগঠনগুলো। তাঁদেরকে সাহায্য করার জন্য ১০০ তারকার কাছে নির্দিষ্ট পরিমাণ অনুদান চাওয়া হবে।
অভিনয়শিল্পী সংঘের সভাপতি শহীদুজ্জামান সেলিম জানান, ‘বেশ কয়েক বছর ধরে যারা বেশি কাজ করছেন, অভিনয়ে ব্যস্ততার পাশাপাশি ব্যবসা বা সামাজিকভাবে খ্যাতি আছে, সামর্থ্যবান এমন ১০০ জন শিল্পীর একটি তালিকা সম্প্রতি তৈরি করা হয়েছে। ইতিমধ্যে আমরা সবার সাথে যোগাযোগ করেছি। সবার কাছ থেকে আমরা আশানুরূপ সাড়া পাচ্ছি। সবাই নিজেদের সাধ্যমতো সাহায্য করতে এগিয়ে আসছেন।’
তিনি জানান, টেলিভিশন–সংশ্লিষ্ট সব সংগঠন মিলেই সহযোগিতার কাজটি করা হবে। সাহায্য দরকার এমন শিল্পী-কলাকুশলীদের একটি তালিকা চেয়ে সংগঠনগুলোর কাছে আহ্বান করা হয়েছে। সেলিম জানান, ‘আমাদের নিজেদের মধ্যে আলোচনা হয়েছে। আজকে আমরা একটা শর্ট লিস্ট পেয়ে যাব। কাদের সাহায্য দরকার, সেটা প্রতিটি সংগঠনের নেতারা ভালো জানেন। সেখানে তাঁদের নাম ও ফোন নম্বর থাকবে। তাঁদের প্রত্যেককে আর্থিক সহায়তা দেওয়া হবে। এ ক্ষেত্রে অবশ্যই সামাজিক সম্মানের কথা বিবেচনা করে গোপনীয়তা বজায় রাখা হতে পারে।’
সামাজিক যোগাযোগমাধ্যমে সাহায্য চেয়ে ঘোষণা দিয়ে ডিরেক্টরস গিল্ড প্রথম দিন নির্মাতাদের কাছ থেকে প্রায় এক লাখ টাকার বেশি অনুদান পেয়েছেন। সবাই স্বেচ্ছায় যার যার মতো সহায়তা নিয়ে এগিয়ে এসেছেন। চার দিন ধরে তাঁরা তহবিল সংগ্রহ করে যাচ্ছেন। ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক এস এ হক অলিক জানান, ‘আমরা সবার কাছ থেকে ভালো ভালো সাড়া পাচ্ছি। প্রতিটি সংগঠনই এগিয়ে আসছে। তালিকা পেলেই আগামী সপ্তাহ থেকে আমরা সাহায্য পৌঁছে দিতে পারব।’
বাংলাদেশ টেলিভিশন প্রোডিউসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ইরেশ যাকের জানান, ‘মিডিয়ায় কাজ করা সবাই আমরা সবাই একটা পরিবারের মতো। এখানে কার সমস্যা কোথায় সেটা আমরা অনেকেই জানি। আবার সেটা খোঁজখবর নিয়েও জানার চেষ্টা করছি। এদিকে এই করোনা–পরিস্থিতির কারণে নিম্ন আয়ের মানুষদের সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে। যাঁরা দিনে আনে দিন খায় আমরা সার্বিকভাবে চেষ্টা করছি তাঁদের পাশে দাঁড়ানোর। সে জন্য সংগঠনের সবার কাছে থেকে আমরা আর্থিক সহায়তা চেয়েছি।’
এছাড়া, সংগঠনের পক্ষ থেকে অভিনয়শিল্পীদের সবাইকে খুদে বার্তা পাঠানো হয়েছে। সেখানে জানিয়ে দেওয়া হয়েছে, যাঁদের সহযোগিতা দরকার, তাঁরা চাইলে যোগাযোগ করতে পারেন। পরিচয় অবশ্যই গোপন রাখা হবে।
আনন্দবাজার/শাহী