করোনার লক্ষণ নিয়ে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে পিরোজপুরের ভাণ্ডারিয়ায়। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে করোনার উপসর্গ নিয়ে ওই ছাত্রের মৃত্যু হয় বলে জানা গেছে।
ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এইচএম জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গত ৩-৪ দিন ধরে ওই ছাত্র জ্বর ও কাশিতে ভুগছিল। আজ সকালে কাশির সঙ্গে রক্ত বমি হয়ে তার মৃত্যু হয়। ছেলেটির শরীরের প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করা হয়েছে এবং সেগুলো পরীক্ষার জন্য আইইডিসিআরে যোগাযোগ করা হয়েছে।
এই ঘটনার পর ওই বাড়ির ৫টি পরিবারকে পুরোপুরি লকডডাউন করে দেয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলম।
লকডডাউন হওয়া পরিবারগুলোর জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত খাবারের ব্যবস্থা করা হয়েছে। পিরোজপুরের সিভিল সার্জন ডা. মো. হাসানাত ইউসুফ জাকী বলেন, আইইডিসিআরের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে যে ওই যুবক করোনা রোগে আক্রান্ত হয়েছিল কিনা। প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে।
আনন্দবাজার/ডব্লিউ এস