ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সোনারগাঁয়ে করোনা মোকবেলায় ডিবি’র বিশেষ টিম

নভেল করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে সোনারগাঁয়ে ডিবি’র বিশেষ টহল টিম মাঠে নেমেছে। নারায়ণগঞ্জ পূর্ব (সোনারগাঁও-বন্দর) জোনের ডিবি’র এ টিম ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কাঁচপুর শিল্পাঞ্চল থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত মানুষের সুরক্ষায় বিশেষ দায়িত্ব পালন করছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় দায়িত্ব পালন কালে ডিবি’র নারায়ণগঞ্জ পূর্ব (সোনারগাঁও-বন্দর) জোনের টিম লিডার এসআই আঃ হাই সিকদার সাংবাদিকদের জানান, করোনা ভাইরাস প্রতিরোধে নিরাপদ দুরত্ব বজায় রাখা, মহাসড়কে ও তার আশপাশে যানজট এবং মানুষজন একত্রিত হয়ে যেনো জটলা সৃষ্টি করতে না পারে সে বিষয় গুলো আমাদের দায়িত্বের মধ্যে আছে। ভাইরাস মোকাবেলায় গণ-পরিবহন বন্ধ থাকায় লোকজন ট্রাকের মধ্যে গাদাগাদি করে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছে। আমরা এসব বিষয় গুলোও নিয়ন্ত্রন করছি। এছাড়াও মানুষকে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করার জন্য এটিম বিভিন্ন পয়েন্টে কাজ করে যাচ্ছে।

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন