মহামারী করোনাভাইরাস চীন, ইতালি আর স্পেনের পর এখন ভয়াবহ রূপ ধারণ করেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা ছাড়িয়েছে এক লাখ। এখন পর্যন্ত ভাইরাসটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৪ হাজার ৪৬৩ জনে।
যুক্তরাষ্ট্র আক্রান্তের সংখ্যার দিক থেকে ইতালি, চীন ও স্পেনের মতো দেশগুলোকে ছাড়িয়ে গেছে। আর একারণেই সারাবিশ্বের মধ্যে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে।
জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে মোট এক লাখ ৪ হাজার ৪৬৩ জন এই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক হাজার ৭০৬ জনের।
করোনাভাইরাস প্রতিরোধে ইতোমধ্যেই মার্কিন সিনেটে পাস হয়েছে দুই লাখ কোটি (দুই ট্রিলিয়ন) ডলারের বিল। আগামী চার মাসে এই ভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে ৮১ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হতে পারে বলে সতর্ক করেছে দেশটির একটি বিশ্ববিদ্যালয়।
কোভিড-১৯ এ পুরো পৃথিবীতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন বিশ্বের ৫ লাখ ৯৭ হাজার ৭২ মানুষ। মারা গেছেন ২৭ হাজার ৩৬০ জন এবং চিকিৎসা নিয়ে সেরে উঠেছেন ১ লাখ ৩১ হাজার ৬৯৮ জন।
আনন্দবাজার/ডব্লিউ এস