মহামারী করোনাভাইরাস আতঙ্কের পাশাপাশি ছড়িয়ে পড়ছে গুজবও। আমরা অনেকেই বাসাবাড়িতে গৃহপালিত প্রাণীর পুষতে পছন্দ করি। করোনাভাইরাস গৃহপালিত পশুপ্রাণীদের মাধ্যমেও সংক্রমিত হতে পারে কি না– এমন প্রশ্নও মানুষের মনে জাগছে।
আসুন জেনে নিই এ বিষয়ে বিশেষজ্ঞরা কী বলছেন–
সম্প্রতি ভারতীয় সংস্থা ইন্ডিয়া-অ্যানিমাল রাইটস অর্গানাইজেশন এক বিবৃতি দিয়ে জানায়– কুকুর ও বিড়ালের মতো প্রাণীদের করোনাভাইরাসে আক্রান্ত হওয়া বা এদের মাধ্যমে সংক্রমণ ছড়িয়ে পড়ার কোনো সম্ভাবনা নেই।
এ বিষয়ে ‘পেটা ইন্ডিয়া’র সিইও বিশিষ্ট পশুচিকিৎসক মণিলাল ভালিয়েত বলেন, মানুষ আর পোষা প্রাণীদের শরীরের ‘সেল রিসেপ্টর’ একদম আলাদা। তাই মানব শরীরের কোনো ভাইরাসঘটিত সংক্রমণ ঘরের পোষা অথবা রাস্তার কুকুর ও বিড়ালের শরীরে সংক্রমিত হতে পারে না।
আমেরিকান ভেটেরিনারি মেডিকেল অ্যাসোসিয়েশন বা ওয়ার্ল্ড অর্গানাইজেশন ফর অ্যানিমাল হেলথও এদের সাথে একমত। তারাও মনে করে, পোষা প্রাণীর মাধ্যমে করোনাভাইরাস সংক্রমিত হয় না।
আনন্দবাজার/তা.তা