শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

করোনার ঝুঁকি বেশি উন্নয়নশীল দেশে

প্রানঘাতী করোনা ভাইরাস মোকাবেলা এক ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে উন্নয়নশীল দেশগুলোর জন্য। এমনটাই মন্তব্য করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এরই মধ্যে এই ভাইরাস আফ্রিকার বিভিন্ন দেশে ছড়াতে শুরু করেছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান, মধ্যম ও নিম্ন আয়ের দেশগুলোতে স্বাস্থ্য সুযোগ সুবিধা খুবই কম। অনেক দেশে বেশিরভাগ সময় হ্যান্ড ওয়াশ, স্বাস্থ্যের বিভিন্ন সরঞ্জাম এমনকি খাবার পানিরও অভাব দেখা দেয়। তার সাথে রয়েছে গ্লাভস ও মাস্ক এর স্বল্পতা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে হাত ধোওয়াই হলো করোনার বিরুদ্ধে লড়াই এর প্রধান উপায়। উন্নয়শীল দেশগুলোর স্বাস্থ্য সেবা কেন্দ্রে সাবানই খুঁজে পাওয়া যায় না। তাই উন্নয়শীল দেশের স্বাস্থ্যকর্মীরাই করোনার ভাইরাস ছড়ানোর বাহক হতে পারে।

স্বাস্থ্য বিশেষজ্ঞ ওম প্রসাদ গৌতম জানান, পর্যাপ্ত সাবান এবং হ্যান্ডওয়াশ থাকা জরুরী হাত পরিষ্কার রাখার জন্য। এগুলো ব্যবস্থা না করলে স্বাস্থ্য কর্মীদের মাধ্যমেই এই ভাইরাস দ্রুত ছড়াবে। তাই এশিয়া এবং আফ্রিকার দেশগুলোতে করোনা ভাইরাস নিয়ন্ত্রন করা কঠিন হয়ে যাবে।

আনন্দবাজার/এস.কে

আরও পড়ুনঃ  বাংলাদেশের কাছে চিকিৎসা সরঞ্জাম চেয়েছে যুক্তরাষ্ট্র

সংবাদটি শেয়ার করুন