শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

স্বেচ্ছায় করোনা রোগীদের সেবা করতে চাওয়া তারুণ্য

সারাবিশ্ব বর্তমানে করোনা ভাইরাসের আতঙ্কে রয়েছে। ইতোমধ্যেই বিশ্বব্যাপী ভয়াবহ রূপ ধারণ করেছে করোনা ভাইরাস। কয়েক মিনিট পর পর মারা যাচ্ছে মানুষ। বাংলাদেশেও মারা গেছেন দুইজন।

ঝিনাইদহে হোম কোয়ারেন্টাইনে থাকা মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে। জেলার ৬ উপজেলায় হোম কোয়ারেন্টাইনে ৫৫৩ জন আছেন। এমন পরিস্থিতিতে ঝিনাইদহের কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনের যুবক-যুবতীরা ঘোষণা দিলেন, ভাইরাসটি মহামারি আকার ধারণ করলে স্বাস্থ্য বিভাগের হয়ে স্বেচ্ছায় আক্রান্ত রোগীদের সেবায় নিয়োজিত হতে চান। ফেসবুকেও তারা স্বেচ্ছায় কাজ করার ইচ্ছার কথা লিখেছেন।

স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাড ব্যাংক অব কালীগঞ্জের উপদেষ্টা বি. এম সাইদুজ্জামান সবুজ এ তথ্য সবাইকে জানিয়ে বলেন, অতিমাত্রায় ছোঁয়াচে এই ভাইরাস। তাও আমরা করোনা আক্রান্ত রোগীদের সেবা দিতে প্রস্তুত। শুধু যুবক-যুবতীদের এক সপ্তাহের প্রশিক্ষণ ও শরীরে পরিধান করার ইকুইপমেন্ট হবে সরকারের।

তবে বিষয়টি নিয়ে ঝিনাইদহ সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জাগো নিউজকে বলেন, তাদের আগ্রহকে আমরা স্বাগত জানাই। তবে ঝিনাইদহে এখনও কোনো করোনা রোগী শনাক্ত হয়নি। তাই এখন তারা নিজ এলাকার বিদেশ ফেরতদের তথ্য স্বাস্থ্য বিভাগকে দিয়ে সহযোগিতা করতে পারে। কেও শনাক্ত হলে সেক্ষেত্রে তাদের চিকিৎসায় শুধু বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও পরিচ্ছন্নতা কর্মীরাই নিয়োজিত থাকবেন। বিশেষ প্রয়োজন হলে প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে ও নিরাপত্তার ব্যবস্থা করে সেচ্ছাসেবক নিয়োগ করা হবে।

আনন্দবাজার/এস.কে

আরও পড়ুনঃ  বন্ধ করা হলো বিসিবি কার্যালয়

সংবাদটি শেয়ার করুন