জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সিদ্ধান্ত নিয়েছে, প্রাণঘাতী করোনা ভাইরাস রোধে প্রয়োজনীয় উপকরণ আমদানিতে শুল্ক মওকুফ করার। রবিবার অর্থ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়।
প্রজ্ঞাপন থেকে জানা যায়, করোনা পরিস্থিতি মোকাবেলা করতে করোনা টেস্ট কিট, মাস্ক আইসোপ্রোপাইল এলকোহল সহ এরকম মোট ১০ ধরনের পণ্য আমদানিতে সব ধরনের শুল্ক মওকুফ করা সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।
বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৭ জন।
রবিবার পর্যন্ত সারাবিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৩ লাখ আট হাজার ৫৯২ জন। মৃত্যু হয়েছে ১৩ হাজার ৬৯ জনের। ৯৫ হাজার ৮২৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
এই মুহূর্তে সারাবিশ্বে আক্রান্ত অবস্থায় আছেন ১ লাখ ৯৯ হাজার ৬৯৪ জন। গুরুতর অবস্থায় আছেন ৯ হাজার ৯৪৩ জন।
আনন্দকাজার/এস.কে