শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

পঁচা মাংস বিক্রির অপরাধে সাভারে একজনের কারাদণ্ড

সাভারে পঁচা ও বাসি গরুর মাংস বিক্রির অপরাধে মজনু মোল্লা (৩৬) নামে এক অসাধু ব্যবসায়ীকে ১ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ এ কারাদন্ড প্রদান করেন। এর আগে সাভার পৌরসভা কার্যালয় সংলগ্ন কাঁচাবাজার এলাকায় লোকমানের দোকানে পঁচা ও বাসি মাংস বিক্রি করার সময় মজনুকে আটক করে স্থানীয়রা।

কারাদন্ড প্রাপ্ত মজনু মোল্লা কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার আল্লহার দরগা এলাকার কামাল মোল্লার ছেলে। সে সাভারের গেন্ডা পুকুরপাড় এলাকায় ভাড়া থাকে।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ বলেন, সকালে স্থানীয়রা লোকমানের দোকানে মাংস ক্রয় করতে গিয়ে দেখেন দোকানী পঁচা ও বাসি খাওয়ার অনুপযোগী মাংসসহ বরফ দেওয়া কলিজা বিক্রি করছে। এসময় তারা পুলিশের সহযোগীতায় মজনু মোল্লাকে পঁচা কলিজাসহ আটক করে নিয়ে আসেন। পরে ওই ব্যবসায়ীকে মাংস বিক্রয় নিয়ন্ত্রন আইন ২০১১-এর ১৭ ধারা ভঙ্গ করার অপরাধে এক মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে।

 

আনন্দবাজার/এফআইবি

আরও পড়ুনঃ  লাখ টাকা নিয়ে পালাচ্ছিল ছিনতাইকারী

সংবাদটি শেয়ার করুন