ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

থানকুনি পাতার দাম বেড়ে দাঁড়িয়েছে ২০০ টাকায়

থানকুনি পাতা সেবনে কারোনাভাইরাসের সংক্রমণের হাত থেকে রক্ষা পাওয়া যাবে, এমন গুঞ্জনে ১০ টাকার থানকুনি পাতার দাম বেড়ে দাঁড়িয়েছে ২০০ টাকায়। বুধবার সকালে হঠাৎ করেই গুজব ছড়িয়ে পড়ে, থানকুনি পাতা সেবনে কারোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পাওয়া যাবে। মুহূর্তেই এই গুজবটি সর্বত্র ছড়িয়ে পড়ে।

এরপর রাজধানীর বাজারগুলোতে থানকুনি পাতা কেনার হিড়িক পড়ে যায়। হু-হু করে দাম বাড়তে শুরু করে এ পাতাটির। মঙ্গলবার যে থানকুনি পাতার আঁটি ১০ টাকায় বিক্রি হয়েছে বুধবার সকালেই তা বেড়ে দাঁড়ায় ২০০ টাকায়। এছাড়া কিছু বাজারে থানকুনি পাতার দেখাই মেলেনি।

রামপুরা কাঁচাবাজারের ব্যবসায়ী জামাল বলেন, সকাল থেকেই গুঞ্জন শুনছি, থানকুনি পাতা খেলে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে না। এরপর থেকে এটি কেনার হিড়িক পড়ে যায়। গতকাল যে আঁটি ১০ টাকায় বিক্রি করেছি আজ তা ২০০ টাকায় বিক্রি হয়েছে। তারপরও অনেকে এসে নিতে পারেননি।

হাজিপাড়া বৌ-বাজার থেকে থানকুনি কেনা জুয়েল বলেন, গ্রামের বাড়ি থেকে মা ফোন করে থানকুনি পাতা চিবিয়ে খেতে বলেছেন। এতে নাকি করোনা থেকে মুক্তি পাওয়া যায়। মায়ের কথা শুনে বাজারে এসে দেখি থানকুনি পাতার ব্যাপক দাম। এরপরও কিনলাম। উপকারে আসলে ভালো, না আসলে তো ক্ষতি নেই।

আনন্দবাজার/ডব্লিউ এস 

সংবাদটি শেয়ার করুন