ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শিক্ষার্থীরা বাইরে ঘুরলেই ব্যবস্থা

শিক্ষার্থীদের পারতপক্ষে বাইরে বের না হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে শিক্ষার্থীদের অভিভাবকদের প্রতি প্রধানমন্ত্রীর অনুরোধ, সন্তান যেন একা ঘরের বাইরে বের না হয়। এছাড়াও কারও জ্বর, সর্দি, কাশি থাকলে তা নিয়ে যেন বাইরে বের না হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

আজ সোমবার (১৫ মার্চ) দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠক শেষে নিয়মিত ব্রিফিংয়ে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ব্রিফিংয়ে এ তথ্য জানান।

খন্দকার আনোয়ারুল ইসলাম জনান, সব শিক্ষাপ্রতিষ্ঠান ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। যদি স্কুল-কলেজ বন্ধের সুযোগে শিক্ষার্থীরা বাইরে অকারণে বের হলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

তিনি জানান, আরেকটা অনুরোধ করি যে- মসজিদ, মাদরাসা ও পেপারের মাধ্যমে বলে দেবেন- যদি কারো জ্বর এবং সর্দি-কাশি হয়, তাহলে তিনি যেন কোনো পাবলিক প্লেসে না আসেন। মসজিদ বা অফিসেও না।

উল্লেখ্য, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর জানিয়েছে, সোমবার বাংলাদেশে নতুন আরও ৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ জন।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন