ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

রঙ তুলির আঁচরে বঙ্গবন্ধুর প্রতি বাদশার ভালোবাসা

আগামীকাল সারা দেশে উদযাপিত হবে মুজিববর্ষ। সেই উপলক্ষে রাজধানীকে সাজানো হয়েছে নানা আঙ্গিকে। সম্প্রতি জাতির জনক শেখ মুজিবুর রহমানের প্রতি রং তুলির আঁচরে গভীর ভালোবাসা প্রকাশ করেছেন চিত্রশিল্পী বাদশা। তিনি শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পৌর শহরের গড়কান্দা মহল্লার বাসিন্দা।

তিনি মুজিববর্ষ উপলক্ষে নিজ উদ্যোগে ১শ’ শিক্ষা প্রতিষ্ঠানে জন্মশতবার্ষিকীর লোগো আঁকার কাজ শুরু করেছেন। ইতোমধ্যে তিনি শেরপুরের নালিতাবাড়ীতে এ কার্যক্রম শুরু করেছেন এবং প্রায় ১৫ টি স্কুলে কাজও শেষ করেছেন।

এই ব্যাপারে তিনি বলেন, জাতির পিতার প্রতি ভালোবাসা, শ্রদ্ধা এবং সম্মান থেকেই তিনি এই উদ্যোগ নিয়েছি। আমার ইচ্ছা সর্বশেষ লোগোটি গোপালগঞ্জের হিমাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় যেখানে বঙ্গবন্ধু বাল্যকালে লেখাপড়া করেছেন সেই স্কুলে আঁকার। তবে এ বিষয়ে সবার সহযোগিতা চাই।

নালিতাবাড়ীর ইউএনও আরিফুর রহমান জানান, গোলাম বাদশা যদি কোনো ধরণের সহযোগিতার আবেদন করেন তাহলে তাকে উপজেলা প্রশাসন এবং উপজেলা পরিষদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন