ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

চবির হলে ইতালি ফেরত যুবক, আতঙ্কে পুরো ক্যাম্পাস

করোভাইরাস সংক্রমণের আশঙ্কায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ আব্দুর রব হল থেকে ইতালি ফেরত এক যুবকসহ ছয় জনকে উদ্ধার করে কোয়ারেন্টাইনে পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোববার রাত ২ টায় বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রসহ ছয়জনকেই চট্টগ্রামের ফৌজদারহাট পর্যাবেক্ষন সেন্টারে পাঠানো হয়। তবে তাদের মধ্যে করোনাভাইরাসের কোনো লক্ষণ পাওয়া যায়নি বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এস এম মনিরুল হাসান জানান, ‘ইতালি ফেরত একজনসহ ৬ জনকে চট্টগ্রামের ফৌজদারহাট আইসোলেশন সেন্টারে পাঠানো হয়। সেখানে পরীক্ষায় তাদের শরীরে কোন লক্ষন পাননি চিকিৎসকরা। এ কারণে তাদের সবাইকে যার যার বাড়িতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রক্টরিয়াল বডি জানায়, গত ৫ মার্চ ইতালিফেরত এক যুবক বিমানবন্দরের কোনো চেকআপ না করিয়ে সরাসরি বিশ্ববিদ্যালয়ে অবস্থানরত তার এক বন্ধুর কাছে আসেন। তার সঙ্গে নিজ এলাকার কিছু বন্ধুও আসেন। তারা সবাই সাজেক যাওয়ার পরিকল্পনা করছিলেন। ২-৩ দিন ধরে তারা বিশ্ববিদ্যালয়ের আবদুর রব হলের ওই কক্ষে অবস্থান করছেন –এমন খবরের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিযাল বডি তাদের উদ্ধার করে কোয়ারেন্টাইনে পাঠায়।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন