করোনা ভাইরাস মোকাবেলায় কারো সাথে করমর্দন ও কোলাকুলি না করার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুজিববর্ষ উপলক্ষ্যে ‘পরিচ্ছন্ন শহর পরিচ্ছন্ন গ্রাম’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ পরামর্শ দেন। গণভবনে বেলা ১১টার দিকে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, কভিড প্রতিরোধে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। কারো কোনো উপসর্গ দেখা দিলে চিকিৎসকের কাছে যাবেন। কেউ কারো সাথে হাত মেলাবেন না, কোলাকুলি করবেন না।
প্রধানমন্ত্রী আরও বলেন, যারা বিদেশ থেকে আসবেন তারা কারো সাথে মিশবেন না। নিজেকে আলাদা করে রাখবেন। যেখানে সেখানে থুথু ফেলবেন না, প্রয়োজনে টিস্যু বা কাপড় ব্যবহার করবেন, সাবান দিয়ে হাত ধুবেন। প্রত্যেকের নিজের ঘর পরিস্কার করে রাখবেন।
মুজিববর্ষ উপলক্ষ্যে সরকারের ‘পরিচ্ছন্ন গ্রাম, পরিচ্ছন্ন শহর’ কর্মসূচির আওতায় সবগুলো সিটি করপোরেশন, জেলা, উপজেলা, পৌরসভা, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সকল প্রর্যায়ে পরিস্কার পরিচ্ছন্ন করার কর্মসূচি বাস্তবায়িত করা হবে।
আনন্দবাজার/ডব্লিউ এস