ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে দু’ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ের অধিনায়ক শন উইলিয়ামস। টেস্টে ইনিংস ব্যবধানে জয় এবং ওয়ানডেতে হোয়াইটওয়াশের তৃপ্তি নিয়েই এবার টি-টোয়েন্টি সিরিজেও হোয়াইট করার প্রত্যয়ে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। 

এ ম্যচে বাংলাদেশ টি-টোয়েন্টি স্কোয়াডে ফিরেছেন মুশফিকুর রহিম ও অলরাউন্ডার সাইফউদ্দিন। তবে ভারত এবং পাকিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজে ওপেন করা নাঈম শেখকে এ ম্যাচে রাখা হয়েছে একাদশের বাইরে।

জিম্বাবুয়ে দল তিন ফরম্যাটের মধ্যে টি-২০তেই জয়ের ব্যাপারে বেশ আশাবাদী। যদিও এখন অব্দি বাংলাদেশ-জিম্বাবুয়ে টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে ১১বার, যার মধ্যে ৭টিতে জিতেছে টাইগাররা আর ৪টিতে জিম্বাবুয়ে।

বাংলাদেশ টি-টোয়েন্টি স্কোয়াড: তামিম ইকবাল, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মমাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), আমিনুল ইসলাম বিপ্লব, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফউদ্দিন, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান।

জিম্ববুয়ে টি-টোয়েন্টি স্কোয়াড: তিনাশে কামুন হুকামুয়ে, রেগিস চাকাভা, ব্রেন্ডন টেলর, শন উইলিয়ামস (অধিনায়ক), উইসলে মাধেভেরে, সিকান্দার রাজা, রিচমন্ড মুতুম্বামি, টিনোটেন্ডা মুতোম্বোজি, ডোনাল্ড টিরিপানো, চার্ল মুম্বা ও চার্ল্টন শুমা।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন