চলতি অর্থবছরের (২০১৯-২০) প্রথম সাত মাসে দেশের পণ্য বাণিজ্যে ঘাটতি হয়েছে ৯৬৪ কোটি ৩০ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ছাড়িয়েছে ৮২ হাজার কোটি টাকা। বহির্বিশ্বের সাথে লেনদেনে বাংলাদেশের অবস্থাও নিম্নমুখী। কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, রফতানি আয় কমে আসায় বহির্বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে বাণিজ্য ঘাটতি। তবে প্রবাসী আয় বা রেমিট্যান্সে উচ্চ প্রবৃদ্ধি থাকায় বৈদেশিক লেনদেনে এখনো কিছুটা স্বস্তি রয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, ২০১৯-২০ অর্থবছরের প্রথম সাত মাসে ইপিজেডসহ রফতানি খাতে বাংলাদেশ আয় করেছে দুই হাজার ২৩৫ কোটি ৯০ লাখ ডলার। বিপরীতে আমদানি বাবদ ব্যয় হয়েছে তিন হাজার ২০০ কোটি ২০ লাখ ডলার। সেই হিসেবে জানুয়ারি শেষে দেশে বাণিজ্য ঘাটতি হয়েছে ৯৬৪ কোটি ৩০ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ৮১ হাজার ৯৬৬ কোটি টাকা (বিনিময় হার ৮৫ টাকা ধরে)। গত অর্থবছরের (২০১৮-১৯) একই সময় যা ছিল ৯৮৭ কোটি ৩০ লাখ ডলার।
এই অর্থবছরে আমদানি কমেছে ৫ দশমিক ৭১ শতাংশ। রফতানি কমেছে ৫ দশমিক ৩১ শতাংশ। তবে রেমিট্যান্স বেড়েছে ২১ দশমিক ৪৮ শতাংশ।
আনন্দবাজার/ডব্লিউ এস