ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সিলেটে বাণিজ্য মেলার উদ্বোধন

মাসব্যাপী ৬ষ্ঠ আন্তর্জাতিক বাণিজ্যমেলা সিলেটে উদ্বোধন হয়েছে। মিনি স্টেডিয়ামে এ মেলার আয়োজন করেছে সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি নগরীর পূর্ব শাহীঈদগাস্থ শেখ রাসেল। শনিবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন রাতে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। মেলায় দেশি-বিদেশি ৩৫টি প্যাভেলিয়ন এবং ১৫৫টি স্টল অংশ নিয়েছে মেলায়।

মেলায় প্রধান অতিথির বক্তৃতায় পররাষ্ট্রমন্ত্রী জানান, বাণিজ্যমেলা দেশীয় পণ্যের প্রসার এবং প্রচারে গুরুত্বপূর্ণ ভমিকা রাখে। বিদেশি পণ্যের সাথে দেশিয় পণ্যের মান যাচাইয়ের সুযোগ পান ক্রেতারা। মানুষ মেলাকে কেবলমাত্র বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে দেখে না। আমাদের দেশে বিনোদনেরও একটি মাধ্যম হয়ে গিয়েছে মেলা।

মন্ত্রী সিলেটের ব্যবসায়ী ও শিল্পপতিদের ‘বঙ্গবন্ধু হাইটেক পার্কে’ বিনিয়োগের আহ্বান জানিয়ে জানান, সরকার সব ধরণের সহযোগিতা করবে হাইটেক পার্কে বিনিয়োগে আগ্রহীদের। সিলেটে শিল্প বিপ্লব হবে হাইটেক পার্ক বাস্তবায়িত হলে। সিলেটের ব্যবসায়ীদের এই সুযোগ নেওয়া উচিত।

আনন্দবাজার/এস.কে

সংবাদটি শেয়ার করুন