ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শুরু হচ্ছে মুজিববর্ষে ১৪শ’ আইটি উদ্যোক্তা তৈরির কর্মসূচি

শুরু হতে যাচ্ছে ১৪শ’ উদ্যোক্তা তৈরির প্রশিক্ষণ কার্যক্রম। মুজিববর্ষকে সামনে রেখে সাতক্ষীরা জেলার শিক্ষিত বেকারদের উদ্যোক্তা হিসেবে তৈরি করতেই এই উদ্যেগ। এসডিজি-২০৩০ এর অভিষ্ঠ অর্জনের উদ্দেশ্যকে সফল করতেই সরকার এই উদ্যেগ নিয়েছে।

গেল শুক্রবার (৬ই মার্চ) বেলা ১২টায় সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটে এই প্রশিক্ষণ উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার। সরকার এই প্রশিক্ষণের মাধ্যমে জেলার শিক্ষিত বেকারত্বের পরিমাণ কমিয়ে আনতে এবং নারীর সক্ষমতা বৃদ্ধি ও ডিজিটাল প্রযু্িক্ত ব্যবহারের মাধ্যমে জনগণের সাথে সরকার এবং প্রশাসনের সুসম্পর্ক স্থাপন করা।

এই প্রশিক্ষনের আরও উদ্দেশ্য হচ্ছে হতাশাগ্রস্ত যুবসমাজকে কর্মস্থান তৈরি করতে, বৈদেশিক মুদ্রা অর্জনের পরিমাণ প্রবৃদ্ধি করা এবং প্রতিটি অঞ্চলে তথ্য-প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করা। এতে পেশাগত দক্ষতার উন্নয়নের পাশাপাশি সরকার প্রদত্ত ঋণের সুযোগ ব্যবহার করে আইটি শিল্পে সফল উদ্যোক্তা সৃষ্টি করা, দলীয়ভাবে কাজ করার দক্ষতা তইরির মাধ্যমে সুন্দর কর্ম পরিবেশ তৈরী করা এবং আন্তর্জাতিক ভাষাতে (ইংরেজি) যোগাযোগের সক্ষমতা বৃদ্ধি করা হবে।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন