ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ

চীনের করোনাভাইরাসের কারণে অর্থনীতির প্রভাব পড়েছে বিশ্বের অনেক দেশেই। সম্প্রতি জানা গেছে, করোনায় চীনের অর্থনীতির দুরবস্থার কারণে ক্ষতিগ্রস্থ শীর্ষ ২০ দেশের তালিকায় রয়েছে বাংলাদেশের নামও।

জাতিসংঘের বাণিজ্য এবং উন্নয়নের সংস্থা আঙ্কটাডের প্রতিবেদনে জানানো হয়েছে, এ ভাইরাসের কারণে যে ২০টি দেশ আন্তর্জাতিক বাণিজ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে, বাংলাদেশ তার একটি। এতে এই ২০টি দেশের অর্থনীতিতে ৫০ বিলিয়ন ডলার ক্ষতি হতে পারে।

আরও পড়ুন : বিল পরিশোধেই বছরে গ্রাহকের ১৭ ঘণ্টা সময় ব্যয়

করোনা ভাইরাসের কারণে বাংলাদেশের বস্ত্র ও তৈরি পোশাক শিল্প, কাঠ ও আসবাব শিল্প এবং চামড়া শিল্পে ক্ষতির আশঙ্কা করছে তারা। তবে বেশি প্রভাব পড়বে বাংলাদেশের চামড়া শিল্পে। এই শিল্পে দেড় কোটি ডলার ক্ষতির হওয়ার সম্ভাবনা করা হচ্ছে।

আনন্দবাজার/এইচ এস কে 

সংবাদটি শেয়ার করুন