ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ওমরাহ ও মসজিদে নববী জিয়ারত বন্ধ ঘোষণা

করোনা মোকাবেলায় নিজ দেশের নাগরিকদের ওমরাহ পালন ও মসজিদে নববী পরিদর্শন সাময়িক বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সৌদি সরকার। প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে বুধবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে বলে খবর প্রকাশ করেছে খবর আল আরাবিয়া ও আরব নিউজ।

গত সোমবার সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করেছে।

আক্রান্ত ওই সৌদি নাগরিক ইরান থেকে বাহরাইন হয়ে সৌদিতে এসেছিলেন। করোনাভাইরাসে আক্রান্ত ওই ব্যক্তির ইরান যাওয়ার ব্যাপারে তথ্য গোপন করার ব্যাপারটি সৌদি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর আক্রান্ত ওই ব্যাক্তিকে কোয়ারেন্টাইনে রেখে যথাযথ চিকিৎসা প্রদান করা হচ্ছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।করোনাভাইরাস ঠেকাতে এর আগেই সৌদি আরব বেশ কিছু কঠোর পদক্ষেপ নেয়। এর অংশ হিসেবে ওমরাহ ও টুরিস্ট ভিসা স্থগিত করে দেশটি।

সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি আরবে করোনাভাইরাসের প্রবেশ এবং ছড়িয়ে পড়া ঠেকাতে সর্বোচ্চ সতর্কতামূলক এবং আগাম প্রতিরোধমূলক পদক্ষেপের অংশ হিসেবে যথাযথ স্বাস্থ্য কর্তৃপক্ষের পরামর্শে ওমরাহ ও ট্যুরিস্ট ভিসা সাময়িক বন্ধ করা হয়েছে।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন