ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

অর্থ পাচার সম্পর্কে সরকার কিছুই জানে না: অর্থমন্ত্রী

গেল সাত বছরে বাংলাদেশ থেকে ৫ হাজার ২৭০ কোটি ডলার (সাড়ে ৪ লাখ কোটি টাকা) পাচার হয়েছে বলে এমন তথ্য প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংস্থা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি (জিএফআই)। কিন্তু এ অর্থ পাচার-সংক্রান্ত প্রতিবেদন সম্পর্কে সরকার কিছুই জানে না বলে জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

আজ বুধবার রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সরকারি-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, জিএফআই এর কাজ হলো এ সব তথ্য বের করা এবং তথ্য বিশ্লেষণ করা। ওদের (জিএফআই) যদি কোনো বক্তব্য বা তথ্য থাকে তাহলে তো আমাকে জানাবে, পত্রিকায় এই সব তথ্য দিয়ে কী লাভ তাদের।

জিএফআইয়ের এক প্রতিবেদনে জানানো হয়েছে, গত সাত বছরে বাংলাদেশ থেকে ৫ হাজার ২৭০ কোটি ডলার পাচার হয়েছে। যা কিনা দেশের চলতি বছরের (২০১৯-২০২০) জাতীয় বাজেটের সম পরিমান। এছাড়াও  প্রতি বছর গড়ে  প্রায় ৬৪ হাজার কোটি টাকা পাচার হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, জিএফআই আমাকে দেখতে পারে না এবং সরকারকে দেখতে পারে না। তার আইডিয়া থেকে অনেক কিছু বলছে এবং আইডিয়ার ওপর এই সংক্রান্ত প্রতিবেদন দিয়েছে।

তিনি বলেন, সরকার তো এই বিষয়ে  কিছুই জানে না। সরকারকে তো আগে জানতে হবে। বাংলাদেশে তথ্য এখনো আসেনি। যদি এখান থেকে টাকা চলে যায় তাহলে তো অর্থমন্ত্রণালয়ের টাকাই যাবে।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন