চলতি মৌসুমের প্রথম ঝড় হয়ে গেল রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায়। ঢাকা ছাড়াও ফরিদপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা এলাকায় বজ্রসহ ঝড়-বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। মঙ্গলবার ভোর থেকেই আকাশ মেঘলা হতে শুরু করে। মেঘের গর্জনের পর শুরু হয় ঝড়-বৃষ্টি। এদিকে ঝড়ের কারণে রাজধানীর বিভিন্ন এলাকা সাময়িক সময়ের জন্য বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পরে। ফলে আকস্মিক বিড়ম্বনায় পরতে হয় নগরবাসীর।
আবহাওয়া অফিসের মার্চ মাসের দীর্ঘ মেয়াদী পূর্বাভাসে বলা হয়, এ মাসে দেশের উত্তর, উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে এক থেকে দুই দিন বজ্র এবং শিলাবৃষ্টিসহ মাঝারি থেকে তীব্র কালবৈশাখী ঝড় হতে পারে। এছারাও দেশের অন্যত্র তিন-চারদিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা বা মাঝারি ধরনের কালবৈশাখী ঝড় হতে পারে।
আবহাওয়া অফিস জানায় মার্চ মাসে দিনের তাপমাত্রা স্বাভাবিক ৩৪ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াস অপেক্ষা সামান্য কম থাকার সম্ভাবনা আছে।
তবে মাসের শেষের দিকে দেশের পশ্চিম ও উত্তর-পশ্চিম অঞ্চলের তাপমাএা ৩৬ থেকে ৩৮ বা ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস র্পযন্ত বেড়ে যেতে পারে। এ মাসে রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা সামান্য বেশি থাকতে পারে।
মার্চ মাসের শেষ সপ্তাহে দেশের উত্তর-পূর্বাঞ্চলে ভারি বৃষ্টিপাত হতে পারে। এতে করে আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে বলেও জানায় আবহাওয়া অধিদপ্তর।
আনন্দবাজার/টি এস