নিরাপত্তার ঝুঁকিতে আছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। অগ্নিনির্বাপণ যন্ত্রের ঘাটতি, ফ্লাডলাইট ও দুর্বল সিসিটিভি ক্যামেরার কারণে ব্যাপক নিরাপত্তাহীনতায় আছে বিমানবন্দরটি। সম্প্রতি কি পয়েন্ট ইনস্টলেশন (কেপিআই) জরিপ দলের প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে।
গেল বছর গোয়েন্দা সংস্থা, সিভিল এভিয়েশন এবং ফায়ার সার্ভিস কর্মকর্তাদের সম্মিলতভাবে গঠিত এই গ্রুপটি বিমানবন্দরে জরিপ চালিয়ে প্রতিবেদন জমা দেন। জানা গেছে, ওই জরিপে যেসব সুপারিশ করা হয়েছিল তার সামান্য অংশ বাস্তবায়ন করা হয়েছে। কিন্তু এখনও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ঝুঁকির মধ্যই আছে বলে জানিয়েছে তারা।
বিমানবন্দরে রাতে কিছু লেজার লাইট ব্যবহার করা হয়, যা চালক, উড়োজাহাজ এবং বিমানবন্দরের নিরাপত্তার জন্য হুমকি বলে জানানো হয়েছে। কারণ লেজারগুলো খুব বিপজ্জনক। পাইলটরা রানওয়ের সময় কাছাকাছি এসে এগুলোর কারণে ঠিকমতো দেখতে পান না।
এছাড়া এ অঞ্চলটিতে আলোর ব্যাপক স্বল্পতা রয়েছে। কারণ, ৫৭টি ফ্লাড লাইটের আলো বিমানবন্দরের ১ হাজার ২৯৮ একর জায়গার সব কোণায় পৌঁছায় না। এবং সিসিটিভি কাভারেজও আশানুরূপ না। এমনকি কিছু কিছু সিসিটিভি ক্যামেরা রাতে ভালো কাজ করে না বলে জানানো হয়েছে প্রতিবেদনে।
আরও পড়ুন : বিশ্বের ৫৯ দেশে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস
বাংলাদেশ পাইলট অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ক্যাপ্টেন সাজ্জাদুল হক জানান, কাজের অগ্রগতি খুব বেশি না হলেও বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের কাজ চলছে এবং আশা করা যায় খুব দ্রুতই এ অবস্থার উন্নতি হবে। লেজারগুলো খুব বিপজ্জনক। পাইলটরা কাছাকাছি এসে এগুলোর কারণে ঠিকমতো দেখতে পান না।
আনন্দবাজার/ এইচ এস কে