শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

শ্রীলংকার চা শিল্পে মন্দা ভাব

মন্দা ভাবে বছর শুরু করল শ্রীলংকার চা শিল্প। প্রতিকূল আবহাওয়ার কারণে শ্রীলংকায় পানীয় পণ্যটির উৎপাদন কমেছে আগের তুলনায়। একই সঙ্গে কমতে শুরু করেছে শ্রীলংকা থেকে আন্তর্জাতিক বাজারে চা রফতানি।

বিশ্বে চা উৎপাদনকারী দেশগুলোর মধ্যে শীর্ষ তালিকায় শ্রীলংকার অবস্থান চতুর্থ। জানা যায়, চলতি বছরের জানুয়ারিতে দেশটিতে ২ কোটি ১৯ লাখ কেজি চা উৎপাদন হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১২ লাখ ৭০ হাজার কেজি কম।

সংশ্লিষ্টরা জানান, গত বছরের শেষ দিক থেকে শ্রীলংকার চা উৎপাদনকারী অঞ্চলগুলোয় আবহাওয়া উষ্ণ হতে শুরু করে। চা চাষের জন্য প্রয়োজনীয় বৃষ্টিপাত হয়নি। ফলে দেশটির প্রতিকূল আবহাওয়ার সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে চা বাগানগুলো। চলতি বছরও আবহাওয়া পরিস্থিতি অনেকটাই অপরিবর্তিত রয়েছে। এ কারণে বছরের প্রথম মাসে চা উৎপাদন খাতে বড় ধরনের মন্দার মুখে পড়েছে শ্রীলংকা।

সংশ্লিষ্টদের মতে, প্রতিকূল আবহাওয়ার জের ধরে উৎপাদনে মন্দা ভাব গত মাসে শ্রীলংকা থেকে চা রফতানি কমার বড় একটি কারণ। এছাড়া আন্তর্জাতিক বাজারে তুলনামূলক কম চাহিদার কারণে শ্রীলংকার চা রফতানি কমতির দিকে ছিল।

আনন্দবাজার/ টি এস পি

আরও পড়ুনঃ  লঙ্কা বধে সেমিতে বাংলাদেশ

সংবাদটি শেয়ার করুন