চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ঝুঁকিপূর্ণ ও সৌন্দর্য বর্ধন ছয়টি স্থানে প্রশাসনের অনুমতি ছাড়া যাওয়ার নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয় প্রক্টর এস এম মনিরুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানানো যায়।
বিজ্ঞাপ্তিতে বলা হয়, কিছুদিন ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ঝুঁকিপূর্ণ জায়গায় ছিনতাই বেড়ে যাওয়ার কারনে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন উদ্বিগ্ন। যেহেতু বিশ্ববিদ্যালয় একটি বিস্তীর্ণ এলাকা। তাই পর্যাপ্ত নিরাপত্তা কর্মী না থাকার কারণে ২৪ ঘন্টা নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত দুরূহ কাজ।বিনা অনুমতিতে কেউ এসব জায়গায় প্রবেশ করে হয়রানি বা ছিনতাইয়ের শিকার হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়ী থাকবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
যে ছয়টি স্থানে বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্র-ছাত্রীদের বিনা অনুমতিতে প্রবেশের নিষেধাজ্ঞা দেয়া হয়েছে- চালন্দা গিরিপথ, বর্ণার পাড়, টেলিটক পাহাড়, শহীদ আবদুর রব হলের পেছনে পাহাড়, বিজ্ঞান অনুষদ ও জীব বিজ্ঞান অনুষদের পেছনের পাহাড় এলাকা।
আনন্দবাজার/শহক/মোশা