ঝিনাইদহের সদর উপজেলার ভুট্টা চাষিরা এ বছরে ভুট্টার বাম্পার ফলন আশা করছে। এ জেলায় গত বছর ভুট্টা আবাদ হয়েছিল ৩৬২০ হেক্টর জমিতে আর চলতি বছরে ৩৭২৫ হেক্টর জমিতে, যা গত বছরের তুলনায় এ বছর বেশী আবাদ হয়েছে।
বড়বাড়ি গ্রামের ভুট্টা চাষি আব্দুল্লাহ জানান, এ বছর তিনি ৩ একর জমিতে ভুট্টা আবাদ করেছে। আবহাওয়া অনুকুলে ও কৃষি বিভাগের পরামর্শে করাই এ বছর বাম্পার ফলন আশা করছে। উপসহকারি কৃষি কর্মকর্তা মেসবা আহমেদ জানান,কৃষকরা কৃষি বিভাগের নিয়ম অনুযায়ী আবাদ করার কারনে এবার ভুট্টার আবাদ ভালো হয়েছে।
ঝিনাইদহ সদর উপজেলার ভারপ্রাপ্ত কৃষি অফিসার মোঃ রোকনুজ্জামান জানান, কাচা ভুট্টা বিঘা প্রতি ৬০ থেকে ৭০ মন আবার কোনো কোনো জমিতে ৮০মন ভুট্টা উৎপাদন হয়ে থাকে। আগামীতে ঝিনাইদহ জেলার কৃষকরা ভুট্টা চাষে আরো উৎসাহিত হবে। যার কারন হলো ভুট্টা চাষে ব্যাপক লাভ। ভুট্টা চাষে খরচ কম, যার কারনে কৃষকরা এই চাষে ঝুকছে। গত বছরের চেয়ে ভুট্টার দাম এ বৎসর অনেক বেশি। বিগত অর্থবছরে ভুট্টার উৎপাদন লক্ষ করলে বোঝা যাবে কৃষক ও কৃষি বিভাগের ভুট্টা চাষের সফলতা। ঝিনাইদহে কৃষি বিপ্লব ঘটাতে কৃষি বিভাগের কর্মকর্তারা কৃষকদের সাথে সার্বক্ষন যোগাযোগ করে চলেছে। তা ছাড়া কৃষক এখন বুঝতে শিখেছে।
আনন্দবাজার/শহক/এবুউ