শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

পদত্যাগ করলেন মাহাথির

সম্প্রতি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ তার পদত্যাগের ঘোষণা দিয়ে নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন দেশটির রাজার কাছে। তবে তার এই পদত্যাগের মাধ্যমে নতুন সরকার গঠনের সম্ভাব্য পথ উন্মুক্ত হয়েছে। গতকাল রোববার প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয় মাহাথিরের দল একটি নতুন সরকার পুনর্গঠন করার পরিকল্পনা করছে।

জানা যায়, ২০১৮ সালের নির্বাচনে জয় পাওয়ার পর পাকাতান হারাপান জোটের প্রধান হিসেবে ওই বছরের ১০ মে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শপথ নেন মাহাথির মোহাম্মদ। এছারাও তিনি বারিসান ন্যাশনাল দলের নেতা হিসেবে কাজ করেছেন টানা প্রায় ২২ বছর। এবং পরবর্তীতে দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শেষে ২০০৩ সালে ক্ষমতা থেকে সরে যান তিনি।

আরও পড়ুন : পারিবারিক কলহে সালমান শাহ’র আত্মহত্যা: পিবিআই

গত শনিবার রাতে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যাওয়া এবং আনোয়ার ইব্রাহিমকে সুযোগ দেয়ার ইঙ্গিত দেন মাহাথির মোহাম্ম এবং তিনি জানান, এই ব্যাপারটা এখন আমার ওপর নির্ভর করছে।

আনন্দবাজার / এইচ এস কে 

আরও পড়ুনঃ  নারীরা এগিয়ে এলে দুর্নীতি কমবে : প্রধানমন্ত্রী

সংবাদটি শেয়ার করুন