শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বাজারে অনেক কোম্পানির দুধ পাস্তুরিত নয়

পাস্তুরিত বলা হলেও বাজারে অনেক কোম্পানির দুধই পাস্তুরিত নয় বলে হাইকোর্টে প্রতিবেদন দিয়েছে বিএসটিআই। মঙ্গলবার সকালে, বিচারপতি নজরুল ইসলাম তালুকদার এবং বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চে এই প্রতিবেদন জমা দেয় বিএসটিআই।

এর আগে, পাস্তুরিত দুধ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, আইসিডিডিআরবি-এর গবেষণা প্রতিবেদন বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে বলা হয়, বাজারে থাকা ৭৫ শতাংশ পাস্তুরিত দুধেই ভেজাল ধরা পড়ছে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি।

এছাড়াও, চৌদ্দটি কোম্পানির পাস্তুরিত দুধে ক্ষতিকর কিছু পাওয়া যায়নি উল্লেখ করে বিএসটিআইয়ের দেয়া প্রতিবেদনে আদালত সন্তোষ প্রকাশ করে, এমন বক্তব্যের কারণে বিএসটিআইয়ের আইনজীবীকে তিরষ্কার করেছেন আদালত। একইসঙ্গে, আদালতের আদেশ ছাড়া দুধ নিয়ে কোনো বিভ্রান্তিকর তথ্য ও বিজ্ঞাপন প্রচার না করতে মৌখিকভাবে নির্দেশ দিয়েছিলেন।

আরও পড়ুনঃ  নেত্রকোনায় পাহাড়ি ঢলে সড়ক তলিয়ে গেছে

সংবাদটি শেয়ার করুন