ঢাকা | শুক্রবার
১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

সামছুজ্জোহার মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ

৫২’র ভাষা আন্দোলনের সৈনিক, স্বাধীনতা পদকপ্রাপ্ত (মরণোত্তর), মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এ কে এম সামছুজ্জোহার ৩৩তম মৃত্যুবার্ষিকী ছিল আজ। বৃহস্পতিবার বাদ আছর চাষাড়ায় তার নিজ বাড়ি ‘হীরামহলে’ আয়োজন করা হয়েছিল দোয়া ও মিলাদের।

এ কে এম সামছুজ্জোহা ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ঘনিষ্ঠ সহচর, বাংলাদেশ আওয়ামীলীগের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য, সাবেক জাতীয় সাংসদ। তার সন্তান সাংসদ এ কে এম সেলিম ওসমান এবং সাংসদ এ কে এম শামীম ওসমান।

দোয়ায় অংশগ্রহণ করেন জেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও কৃ্ষকলীগের নেতা কর্মীরা। এছাড়া আত্মীয়-স্বজন সহ উপস্থিত ছিলেন বিভিন্ন গণ্যমান্য ব্যাক্তিবর্গ এবং সর্ব স্তরের মানুষ।

দোয়ায় তার পুত্র সাংসদ এ কে এম শামীম ওসমান তার পিতার আত্বার মাগফেরাত কামনা করেন এবং উপস্থিত সকলের কাছে দোয়া প্রার্থনা করেন ।এ সময় দেশ ও জাতির জন্যও দোয়া চাওয়া হয়।

 

আনন্দবাজার/ডব্লিউ এস/বি এ

সংবাদটি শেয়ার করুন